আস-সালামু আলাইকুম তানহা, 😊 আশা করি আল্লাহর রহমতে তুমি ভালো আছো। আমি জানি তোমার একটু অদ্ভুত লাগতে পারো, যে সৈকত ভাইয়ার কি এমন কথা যা সে মুখে বলতে পারছে না যার জন্য সে চিঠি লিখছে।
তাহলে বলি শোনো, আমি একজন স্ট্রেইটফরওয়ার্ড মানুষ। আমার মনে যা আসে সেটা সোজাসুজি বলে ফেলি। আমি জানি না যে প্রেম বা ভালোবাসার অনুভুতিটা কেমন, হয়তো কখনো করা হয়নি তাই বুঝতেও পারি নি। আসলে সত্যি বলতে আমরা যারা মিডেল ক্লাস পরিবারের বড় ছেলেরা আছি তাদের কখনো এই বিষয়গুলো নিয়ে জল্পনা কল্পনা কারার সুযোগ হয়ে উঠে না। শুধু সারাক্ষণ পরিবার পড়াশোনা এবং কাজ এইগুলো নিয়েই জীবনের বড় একটা অংশ পার হয়ে য়ায়। তাই ঠিক করলাম জীবনে অন্তত একটা হলেও সুন্দর অনুভূতির স্মৃতি তৈরি করা প্রয়োজন।
তাই মাঝে মাঝে তাহাজ্জুদ এর নামাজ পরার পর আল্লাহর কাছে মোনাজাতে বলতাম হে আল্লাহ আপনি আমাকে একজন দীনদার, ইমানদার, সত্যসাধী, রূপবতী, গুণবতী, নেককার, পরোপকারী নরম মনের একজন জীবন সঙ্গেনি পাওয়ার তৌফিক দান করুন, যার সাথে আমার ইমান শক্তিশালী হবে, জীবন হবে শান্তিপূর্ণ এবং নেক কাজগুলোতে একে অপরকে সাহায্য করতে পারবো। আর আল্লাহ তার সাথে যেন আমার খুব শীঘ্রই দেখা হয়। আমাদের সম্পর্ক হোক তওবা, দয়া এবং পরস্পরের প্রতি সৎ ভালোবাসায় পূর্ণ, যাতে আমরা একে অপরকে জান্নাতের পথে পরিচালিত করতে পারি।
হযরত মুহাম্মাদ (সা:) বলেছেন, স্বপ্ন এমন একটা জিনিস যেটা শুধু তোমার শুভাকাঙ্ক্ষী ছাড়া কাউকে বলবে না। কারন স্বপন তেমনি হয় যেমনি সেটা ব্যাখ্যা করা হয়। আমি আশা করি তুমি আমার শুভাকাঙ্ক্ষী। হঠাৎ একদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি যে আমি একটা নৌকায় বসে আছি এবং নৌকার আশে পাশে অনেক উজ্জ্বল আলো।
পরে এক প্রকার কৌতূহলী হয়ে আমি সেই আলোর সন্ধানে সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকি। যখন আমি উজ্জ্বল আলোর একেবারে কাছে চলে যাই। জানি না যে তুমি আমার কথা বিশ্বাস করবে কি না তখন আমি দেখতে পাই যে সেই মায়াবী চোখ, সেই নাক সেই গোলুমোলু চেহারা সম্পূর্ণ তানহা তুমি আমার সামনে বসে আসো। তখন আমি তোমাকে দেখে বুঝতেই পারছি না যে তুমি আমার স্বপ্নে কি করতেছো। তখন আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করা মাএই তুৃমি আমাকে দেখে দারিয়ে আশে পাশে বলতে লাগলে "সে চলে এসেছে" সে চলে এসেছে " বলতেই তুমি নাই হয়ে গেলে।
আমি জানি না যে, এই স্বপ্নের মানে কি হতে পারো শুধু আমার ভিতর থেকে অনুভাব হলো হয়তো আল্লাহ সুবহানাহুওয়া তায়ালা আমার মুনাজাত কবুল করেছে এবং আমাকে কিছু জানাতে চেয়েছে। তখন থেকে আমি সিদ্ধান্ত নেই যে একান্তই তোমাকে সম্পূর্ণ কথা গুলো বলবো। যখন আমি তোমাদের বাসায় আসি তখন ভাবছিলাম তোমাকে বলবো কিন্তু তোমার সাথে কথা বলার অনেক ট্রাই করছিলাম, বাসায় অনেক মানুষ থাকায় আমি অনেক লজ্জা বোধ করছিলাম। আর কি বলে তোমার সাথে কথা স্টার্ট করবো বুঝেও উঠতে পারছি না।
বাই-দা-ওয়ে, আমি একটু অন্যরকম লাজুক টাইপের। আমি সবার সাথে খুব ফ্রিলি কথা বলতে পারি শুধু তাকে ছাড়া যার সাথে প্রকৃত কথা আছে। যেমন সেদিন তোমাদের বাসায় সবার খাওয়াদাওয়া শেষে আমি একটু পানি খেতে তোমাদের কিচেনের সাথে টেবিলটায় গিয়ে বসি। হঠাৎ কিচেন থেকে তুৃমি বাহির হয়ে এমন ভাববে চলে গেলে মনে হলো আমি টম এবং তুমি জেরি। টমকে দেখে জেরি যেভাবে ছুটে পালায়, ঠিক সেই রকম! তখন আমার আর সত্যিই সাহসে কুলাইনে যে তোমাকে ডেকে কথাগুলো শেয়ার করবো।
পরিশেষে, এটাই বলতে চাই আমার তোমাকে অসম্ভব ভালো লাগে। আমি রূপেও নয় গুনেও নয় শুধু তোমার লাজুক আচরন, ব্যাক্তিতের ও সুন্দর মনোভাবের প্রমে পড়ে গিয়েছি। হয়তো এটার নামেই ভালোবাসা জানি না তোমার এমন কোন অনুভূতি আছে কি না আমার প্রতি। ইনশাআল্লাহ! যদি নাও থাকে তাহলে আজকের পর থেকে একটু হলেও আমার প্রতি তোমার মনে নতুন এক অনূভূতির জম্ম নিবে তখন নির্দ্বিধায় আমাকে বলবে। আমি তোমার উওরের অপেক্ষায় থাকবো।
আমি লাভ এট ফাস্ট সাইডকে মনে প্রাণে বিশ্বাস করি। আমি জানি না যে তুৃমি আমাকে কতটুকু জানো কিন্তু আমি তোমার সম্পর্কে টুকটাক মোনতাহা, আন্টি ও সাইমন উরুফে (Black Diamond) থেকে অনেক কিছু জেনেছি। আর যতই তোমার সম্পর্কে জেনেছি, ততই মুগ্ধ হয়েছি আর সেই মুগ্ধতাই আমাকে ধীরে ধীরে তোমার প্রেমে ডুবিয়ে দিয়েছে।
আমি জানি, আল্লাহ সবকিছু জানেন, এবং তাঁর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব নয়। আমার একান্ত কামনা, আমাদের এই অনুভূতি যেন পারিবারিক সম্মতি ও দোয়ার আলোকে হালালভাবে বাস্তবতা লাভ করে। আমি চাই, আমাদের সম্পর্ক আল্লাহর রহমত, বারাকাহ এবং শান্তিতে পরিপূর্ণ হোক।
আমি তোমার প্রতি এমন কিছু অনুভব করি, যেটা মুখে বলা সহজ নয়। আমি জানি তুমি এখন পড়াশোনায় মনোযোগ দিচ্ছো, তাই কোনো ধরনের চাপ দিতে চাই না। শুধু চাইছিলাম তুমি আমার অনুভূতিগুলো জানো। যদি কখনো তোমার মনেও আমার জন্য জায়গা থাকে, তাহলে ধীরে ধীরে চিন্তা করো। আর যদি না থাকে, তবুও আমি তোমার সম্মান রক্ষা করবো এবং সবসময় তোমার ভালো চাইবো।
আশা করি, এতক্ষনে তুমি আমার অনুভূতি গুলো বুঝতে পেরেছো। আর তুমি যদি আমার অনুভূতিতে সাড়া দাও, তবে সেটা আমার জন্য এক অপূর্ব নিয়ামত হবে। কারন তোমার মতো একজন সত্যসাধী উওম চরিত্রের মানুষ আমি আর কোথাও পাবো না। আর আমি চাই যে নানুর একটা স্মৃতি হিসাবে তোমাকে সারাজীবন নিজের আদরের ছায়ায় আগলে রাখতে।
আর যদি তুমি ভিন্ন সিদ্ধান্ত নাও, তবুও আমি চাই আমরা একে অপরকে সম্মান করি এবং সুন্দর ব্যবহারের সম্পর্ককে সম্মানজনক রাখতে পারি। ভালোবাসা শুধু গ্রহণ নয়—তাতে থাকে বোঝাপড়া, সম্মান, ও আল্লাহর ভয়।
সর্বশেষ এটাই বলতে চাই যে " তোমাকে পাওয়ার ইচ্ছা ততটা, যতটা একজন অন্ধ মানুষের দুনিয়ার আলো দেখার ইচ্ছা"। আল্লাহ আমাদের হৃদয়গুলোকে একত্ব দান করুন, আমাদের নিয়তকে কবুল করুন এবং আমাদের ভালোবাসাকে হালাল পথে পাওয়ার তৌফিক দান করুন।
ইতি আপনার__
__শুভাকাঙ্ক্ষী 💝
25 April 2025 She read my letter.